সাধারণ জ্ঞান এর ২০০ টি কমন উপযোগী প্রশ্ন ও উত্তর

 


  1. সোমপুর বিহার-নওগাঁয়ে অবস্থিত।
  2. সেনা রাজাদের আদি বাসস্থান ছিল-দক্ষিণ ভারতের কর্নাটে।
  3. বাংলা সাহিত্যের ও সংস্কৃতির স্বর্ণ যুগ হচ্ছে-সেন বংশের শাসনামল।
  4. পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন-সিকান্দার শাহ।
  5. মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা-চন্দ্রগুপ্ত মৌর্য।
  6. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল-পাটলীপুত্র।
  7. অশোক সিংহাসনে বসেন-আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৭৩ অব্দে।
  8. অশোকের পিতার নাম ছিল-বিন্দুসার।
  9. কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-কুজুল কদফিস।
  10. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়-১৯০৬ সালে।
  11. মুসলিম লীগের প্রথম সভাপতি-আগা খান।
  12. বড় সোনা মসজিদ নির্মাণে করেন-নুসরত শাহ।
  13. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা-প্রথম চন্দ্র গুপ্ত (৩২০ খ্রি:)।
  14. বাংলার সর্বশেষ হিন্দু রাজা ছিলেন-লক্ষণ সেন।
  15. লক্ষণ সেন ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী নদীয়া হতে পালিয়ে-বিক্রমপুর চলে যান।
  16. খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়-১৯২০ সালে।
  17. বাংলার স্বাধীন সুলতানী যুগের সূচনা হয়-১৩৩৮ সালে।
  18. সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন-১৭ বার।
  19. `I am the state’-উক্তিটি-ফ্রান্সের রাজা চতুদর্শ লুইয়ের।
  20. ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন-মুহাম্মদ বিন মুঘলকের আমলে।
  21. বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ হিসাবে আখ্যায়িত করেন- ইবনে বতুতা
  22. কোন নারী দিল­রী সিংহাসনে প্রথম আরোহন করেন-সুলতানা রাজিয়া।
  23. এশিয়ার ‘আলেকজান্ডার’ বলে ডাকা হত-চেঙ্গিস খানকে।
  24. ‘আমরা বাঙালী না বাংলাদেশী’ বইটির রচয়িতা-আব্দুল গাফফার চৌধুরী।
  25. ‘হাম্মুরাবি’ হচ্ছে- ব্যাবিলনের রাজা।
  26. ‘সতীদাহ প্রথা’ বিলোপ সাধন করেন-লর্ড বেন্টিক।
  27. ‘স্বত্ত¡বিলোপ নীতি’ প্রবর্তন করেন-লর্ড ডালহৌসী।
  28. গৌড়েশ্বর উপাধি ছিল-লক্ষণ সেনের।
  29. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল-ভবের পাড়া। বৈধ্যনাথতলা।
  30. সুলতান মাহমুদের সভার নামকরা দার্শনিক ও জ্যোর্তিবিদ ছিলেন-আল বেরুনী।
  31. ওলন্দাজরা পরিচিত-ডাচ নামে।
  32. পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক-ওয়ারেন হেস্টিংস।
  33. ব্রিটিশ ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়-১৮৭৩ সালে।
  34. প্রাচীন বাংলাদেশ জনপদে বিভক্ত ছিল-৬টি।
  35. কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে- বিজয় সেনের।
  36. ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন-শের শাহ।
  37. সম্রাট :আকবর বাংলা জয় করেন-১৫৭৬ সালে।
  38. জালালউদ্দীন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহন করেন-যদু সেন।
  39. কোন সুলতান ‘শাহ-ই-বাঙ্গালী’ উপাধি ধারন করেন-ইলিয়াস শাহ।
  40. ‘ম্যাগনাকার্টা’ হচ্ছে-বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল।
  41. সম্রাট আকবর বাংলা জয় করেন-১৫৭৬ সালে।
  42. ইসলামের ইতিহাসে ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-মদীনা সনদকে।
  43. কাশ্মীরের আকবর বলা হয়-জয়নুল আবেদীন।
  44. ভারতের প্রথম মুসলিম রাজ্য স্থাপিত হয়-সিন্ধু ও মুলতানে।
  45. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন-মীর জুমলা।
  46. খিলাফত আন্দোলন হয় সংগঠিত হয়-১৯২০ সালে।
  47. ভারতবর্ষ আক্রমনকারী প্রথম ইউরোপীয় – আলেকজান্ডার দি গ্রেট।
  48. চীন পরিভ্রমনকারী প্রথম ইউরোপীয়-মার্কো পোলো।
  49. ভারতবর্ষ পরিভ্রমনকারী প্রথম চীনা পরিব্রাজক-ফা-হিয়েন সাঙ।
  50. ফিলিপাইন তথা এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট-কোরাজন একুইনো।
  51. আমেরিকার প্রথম প্রেসিডেন্ট-জর্জ ওয়াশিংটন।
  52. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী-শ্রীমাভো বন্দরনায়েকে।
  53. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট-ইসাবেলা পেরন।
  54. বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী-বেনজির ভুট্রো।
  55. চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট-সান-ইয়াৎ-সেন।
  56. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান-মাও-সে-তুং।
  57. মহাশূন্যের প্রথম মানুষ-ইউরি গ্যাগারিন (রাশিয়া)
  58. চাঁদের পিঠে প্রথম পদাচরনকারী-নীল আমস্ট্রং (আমেরিকা)
  59. নোবেল বিজয়ী প্রথম বাঙ্গালী-রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত)
  60. সর্বপ্রথম লোহা (Iron) আবিস্কৃত হয়-এশিয়া মাইনরে।
  61. হোমার ছিলেন-গ্রীসের মহাকবি।
  62. জুলিয়াস-সীজার ছিলেন-রোমান সম্রাট।
  63. গ্রীক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমন করেন-খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে।
  64. ইতিহাসের জনক হলেন-হেরোডোটাস।
  65. হেরোডোটাস এর জন্ম-গ্রীসে।
  66. বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয়-খ্রিষ্টপূর্ব ৫,০০০ অব্দে।
  67. প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল-নীল নদের তীরে।
  68. কনফুসিয়াস ছিলেন-চীনের দার্শনিক।
  69. সক্রেটিস ছিলেন-গ্রীক দার্শনিক।
  70. সক্রেটিস এর ছাত্র ছিলেন-প্লেটো।
  71. বাংলার প্রথম স্বাধীন নরপতি-শশাংক।
  72. শশাংকের রাজধানী ছিল-কর্ণসুবর্ণ।
  73. পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা-গোপাল।
  74. বাংলার সর্বশেষ হিন্দু রাজা-লক্ষণ সেন।
  75. প্রাচীন মিশরে নগর সভ্যতা গড়ে উঠেছিল -খ্রিষ্টপূর্ব ৫, ০০০ অব্দে।
  76. সিন্ধু সভ্যতা আবিস্কৃত হয়-১৯২২ সালে।
  77. সিন্ধু সভ্যতা গড়ে উঠে-খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে।
  78. সপ্তসিন্ধু-৭টি নদীর নাম।
  79. সিন্ধুসভ্যতার স্রষ্টা-দ্রাবিড় ও আর্য জাতি।
  80. বাংলায় বার ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন-ঈশা খাঁ।
  81. বখিতয়ার খিলজি বাংলা বিজয় করেন-১২০৪ খ্রি:।
  82. মুসলমানগণ সিন্ধু আক্রমণ করেন-৭১২ খ্রি:।
  83. সিন্ধুদেশ আক্রমনে নেতৃত্ব দেন-মুহাম্মদ-বিন-কাসিম।
  84. ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন-মুহাম্মদ ঘুরী।
  85. গিয়াস উদ্দীন তুঘলকের মৃত্যুর পর দিল­রী সিংহাসনে আরোহন করেন-মুহাম্মদ-বিন-তুঘলক।
  86. মুঘল সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে-১৮৫৭খ্রি:।
  87. ‘ইষ্ট ইন্ডিয়া’ কোম্পানী গঠিত হয়-১৬০০ খ্রি:।
  88. প্রথম ‘ভার্সাই’ চুক্তি সংগঠিত হয়-১৭৮০ খ্রি:।
  89. দ্বিতীয় ‘ভার্সাই’ চুক্তি সংগঠিত হয়-১৯১৯ খ্রি:।
  90. ওয়াটার লু-যুদ্ধ সংগঠিত হয়-১৮১৫ খ্রি:।
  91. নবাব আলীবর্দী খানের পূর্ব নাম ছিল-মীর্জা মুহম্মদ আলী।
  92. হোমার ছিলেন-গ্রীসের মহাকবি।
  93. হরপ্পা ও মহেঞ্জোদারো অবস্থিত-সিন্ধু নদীর তীরে।
  94. কনফুসিয়াস-চীনের দার্শনিক।
  95. “দ্বি-জাতি তত্তে¡র” স্রষ্টা হলেন-মুহাম্মদ আলী জিন্নাহ (পাকিস্তানের জনক)।
  96. বখতিয়ার খলজী অধিবাসী ছিলেন-আফগানিস্তানের।
  97. ইবনে বতুতা ছিলেন-একজন পরিব্রাজক (মরক্কো)।
  98. বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়-ত্রয়োদশ শতকে।
  99. ইলিয়াশ শাহী বংশের উচ্ছেদ করেন-রাজা গণেশ।
  100. বাহমনি বংশের প্রতিষ্ঠাতা-আলাউদ্দিন বাহমন শাহ।
  101. প্রথম জীবনে আকবরের অভিভাবক ছিলেন-বৈরাম খাঁ।
  102. পর্তুগীজদের পর বাংলায় আগমন করেন-ওলন্দাজরা।
  103. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা-রাজা শশাঙ্ক।
  104. সেন বংশের প্রতিষ্ঠাতা-হেমন্ত সেন
  105. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে উলে­খ আছে-আইন-ই-আকবরী নামক গ্রন্থে।
  106. পাল বংশীয় রাজারা ছিলেন-বৌদ্ধ ধর্মাবলম্বী।
  107. বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন-আলাউদ্দিন হোসেন শাহ।
  108. বিখ্যাত ষাটগম্বুজ মসজিদটির নির্মাতা-খান জাহান আলী।
  109. ১৯৫২ সালের ২১ শে ফেব্র“য়ারী তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন-খাজা নাজিমুদ্দীন।
  110. বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত স্থানটির নাম-বাংলাবান্দা।
  111. ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়-১৬১০ খ্রি:।
  112. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে-শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামলে।
  113. ফরাসী বিপ্লব সংগঠিত হয় ১৭৮৯ খ্রি:।
  114. মজলুম জননেতা উপাধি-মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর।
  115. কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল- ইরাক
  116. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করে-১২০৪ খ্রি: (মাত্র ১৭ জন অশ্বারোহী নিয়ে।
  117. বখিতয়ার খলজী কোন স্থানে মৃত্যুবরণ করেন-দেবকোটে।
  118. সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ বাংলা শাসন করেন-১৩০১-১৩২২ খ্রি:।
  119. ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওয়ে স্বাধীনতা ঘোষণা করেন-১৩৩৮ খ্রি:।
  120. হযরত শাহজালাল ধর্ম প্রচারের জন্য সিলেটে আসেন- শামসুউদ্দিন ফিরোজ শাহ এর সময়।
  121. বাংলার সুলতানদের মধ্যে সর্বশেষ্ঠ সুলতান ছিলেন-আলাউদ্দিন হোসেন শাহ।
  122. সুলতান গিয়াস উদ্দীন আযম শাহ বাংলাদেশ শাসন করেন- ১৩৯৩-১৪১১ খ্রি:।
  123. নাসির উদ্দীনের মৃত্যুর পর পর্যন্ত বাংলার সিংহাসনে বসেন- রুকুনুদ্দীন শাহ।
  124. আলাউদ্দীন হোসেন শাহ বাংলায় রাজত্ব করেন-৪৫ বছর।
  125. মুঘল বংশের প্রতিষ্ঠাতা-জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
  126. পানি পথের প্রথম যুদ্ধ-বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে।
  127. পানি পথের তৃতীয় যুদ্ধ-আহমেদ শাহ আবদালী এবং মারাঠা শক্তির মধ্যে।
  128. ’গ্রান্ড ট্রাস্ক রোডের’ নির্মাতা-শেরশাহ।
  129. ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন-ইসলাম খান।
  130. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন-সুবেদার ইসলাম খান।
  131. ‘দ্বীন-ই-এলাহী’ ধর্মের প্রচারক-সম্রাট আকবর।
  132. সর্বশেষ মোঘল সম্রাট ছিলেন-দ্বিতীয় বাহাদুর শাহ।
  133. মুর্শিদকুলি খানের মৃত্যুর পর বাংলা ও উড়িষ্যার সুবেদার নিযুক্ত হন-সুজাউদ্দীন মুহম্মদ খান।
  134. লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়-যুবরাজ মোহাম্মদ আযম এর আমলে।
  135. সম্রাট আকবরের মৃত্যু হয়-১৬০৫ সালে।
  136. শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন-১৬৬৪ সালে।
  137. প্রাক ইসলামী যুগে আরবে লোক বাস করত-৪ ধর্মাবলম্বী লোক।
  138. হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়-৬২৮ খ্রি:।
  139. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভাইস চ্যান্সেলর-স্যার এ. এফ রহমান।
  140. ফ্রান্সের বীর পুরুষ নেপোলিয়ানের পরাজয় স্থান-ওয়াটার লু (১৮১৫ সালে)।
  141. আর্যদের ধর্মগ্রন্থের নাম-বেদ।
  142. আর্য শব্দের অর্থ হচ্ছে-সৎ বংশজাত ব্যক্তি।
  143. আর্যদের সমাজের বিশ বলা হতো-কয়েকটি গ্রামের সমষ্টিকে।
  144. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-চন্দ্রগুপ্ত মৌর্য।
  145. চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন-খ্রি: পূর্ব: ২৭৩ সনে।
  146. সম্রাট অশোক সিংহাসনে বসেন-খ্রি: পূর্ব: ২৭৩ সনে।
  147. সম্রাট অশোক কলিঙ্গ অভিযান শুরু করেন-খ্রি: পূর্ব: ২৬০ সনে।
  148. সম্রাট অশোক কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্মে গ্রহণ করেন।
  149. সম্রাট অশোক তার নিরানব্বই (৯৯) ভাই এর অধিকাংশকে হত্যা করে সিংহাসনে বসেন-তাই তাকে ‘চন্ডাশোক’ বলা হয়।
  150. সম্রাট অশোক এর প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম ‘বিশ্ব ধর্মে’ পরিণত হয়।
  151. বাংলার অশোক এর প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম ‘বিশ্ব ধর্মে’ পরিণত হয়।
  152. বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম-পাল বংশ।
  153. চানৈক্য বা কৌটিল্য ছিলেন-ভারত বর্ষের প্রথম সম্রাট মৌর্য বংশী চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মতান্তরে অর্থমন্ত্রী।
  154. বংশী চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মতান্তরে অর্থমন্ত্রী।
  155. ‘দ্বীন-ই-ইলাহী” ধর্মের প্রবর্তক-সম্রাট আকবর।
  156. শেরশাহ কোন বংশের শাসক ছিলেন-আফগান।
  157. চট্রগ্রামের নাম ‘ইসলামাবাদ’ রাখেন-শায়েস্তা খান।
  158. ‘সালমার উদ্যান’ নির্মাণ করেন-সম্রাট শাহজাহান
  159. বক্সারের যুদ্ধ সংঘটিত হয়-ইংরেজ ও মীর কাশিম এর মধ্যে ১৭৬৪ সালে।
  160. বর্গী নামে পরিচিত-মারাঠারা।
  161. পর্তুগীজরা বাংলায় আসে-১৫১৬ সালে।
  162. ফরাসিরা বাংলায় আসে-১৬৬৮ সালে।
  163. ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে-১৬০৮ সালে সুরাটে।
  164. সম্রাট আকবর দিল­রী সিংহাসনে বলেন-১৩ বছর বয়সে।
  165. বাবর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-তুযক-ই-বাবর।
  166. ‘বর্গী’ নামে পরিচিত ছিল-মারাঠারা।
  167. সর্বপ্রথম সিপাহী বিপ্লব সুচিত হয়-বঙ্গদেশের ব্যারাকপুরে।
  168. আদালতে ফরাসী ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন লর্ড বেন্টিঙ্ক।
  169. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল বাংলা-১১৭৬ সালে।
  170. ‘সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ’ নীতির প্রবর্তক-লর্ড ডালহৌসী।
  171. রানী এলিজাবেথ উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন-১৮৫৮ সালে।
  172. ‘দ্বৈত শাসন’ ব্যবস্থা বিলোপ করেন-ওয়ারেন হেস্টিংস।
  173. বঙ্গভঙ্গ রদ করেন-লর্ড হার্ডিঞ্জ।
  174. বঙ্গভঙ্গ হয় ইংরেজ শাসক লর্ড কার্জনের আমলে।
  175. ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাকেন-ইসলাম খান।
  176. ‘অমৃতসর স্বর্ণমন্দির’ নির্মাণ করেন-আকবর।
  177. বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন-হুমায়ুন।
  178. উপমহাদেশে প্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন-ওয়ারন হেস্টিংস।
  179. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন-লর্ড ক্যানিং।
  180. মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন-সম্রাট আকবর।
  181. ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি ব্যবহার করেন-মীর জুমলা।
  182. ‘জিজিয়াকর ও তীর্থকর’ রহিত করেন-সম্রাট আকবর।
  183. Prince of Builders’ উপাধি লাভ করেন-সম্রাট শাহজাহান।
  184. সম্রাট শাহজাহান এর শাসন আমল কে বলা হয়-স্বর্ণযুগ।
  185. “ময়ুর সিংহাসন” নির্মাণ করেন-সম্রাট শাহজাহান।
  186. ভারত বর্ষে ‘দাম’ মুদ্রার প্রচলন করেন-শেরশাহ।
  187. বাংলার প্রথম স্বাধীন সুলতান-ফখরুদ্দীন মোবারক শাহ।
  188. সর্বশেষ মুগল সম্রাট-দ্বিতীয় বাহাদুর শাহ।
  189. বিরান বিবি-নবাব শায়েস্তা খানের বোন।
  190. বাংলার আকবর বলা হয়-আলা উদ্দিন হোসেন শাহকে।
  191. উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেন-ফরাসীরা।
  192. ইতিহাসে ‘পার্বত্য মুষিক’ নামে পরিচিত-শিবাজীরা।
  193. বৃটিশ পার্লামেন্টে রেগুলেটিং এ্যাক্ট পাস হয়-১৭৮৪ সালে।
  194. ভারতীয় নেপোলিয়ন বলা হয়-সমুদ্রগুপ্ত কে।
  195. ১৮৫৭ সালের স্বাধীনতা শুরু হয়-মিরাট থেকে।
  196. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-চীনে।
  197. মেসিডোনিয়ার নামের সাথে স্মৃতি জড়িত-আকেজান্ডারের।
  198. Download From Google Drive

    Download

Post a Comment

0 Comments