- সোমপুর বিহার-নওগাঁয়ে অবস্থিত।
- সেনা রাজাদের আদি বাসস্থান ছিল-দক্ষিণ ভারতের কর্নাটে।
- বাংলা সাহিত্যের ও সংস্কৃতির স্বর্ণ যুগ হচ্ছে-সেন বংশের শাসনামল।
- পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন-সিকান্দার শাহ।
- মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা-চন্দ্রগুপ্ত মৌর্য।
- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল-পাটলীপুত্র।
- অশোক সিংহাসনে বসেন-আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৭৩ অব্দে।
- অশোকের পিতার নাম ছিল-বিন্দুসার।
- কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-কুজুল কদফিস।
- মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়-১৯০৬ সালে।
- মুসলিম লীগের প্রথম সভাপতি-আগা খান।
- বড় সোনা মসজিদ নির্মাণে করেন-নুসরত শাহ।
- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা-প্রথম চন্দ্র গুপ্ত (৩২০ খ্রি:)।
- বাংলার সর্বশেষ হিন্দু রাজা ছিলেন-লক্ষণ সেন।
- লক্ষণ সেন ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী নদীয়া হতে পালিয়ে-বিক্রমপুর চলে যান।
- খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়-১৯২০ সালে।
- বাংলার স্বাধীন সুলতানী যুগের সূচনা হয়-১৩৩৮ সালে।
- সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন-১৭ বার।
- `I am the state’-উক্তিটি-ফ্রান্সের রাজা চতুদর্শ লুইয়ের।
- ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন-মুহাম্মদ বিন মুঘলকের আমলে।
- বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ হিসাবে আখ্যায়িত করেন- ইবনে বতুতা
- কোন নারী দিলরী সিংহাসনে প্রথম আরোহন করেন-সুলতানা রাজিয়া।
- এশিয়ার ‘আলেকজান্ডার’ বলে ডাকা হত-চেঙ্গিস খানকে।
- ‘আমরা বাঙালী না বাংলাদেশী’ বইটির রচয়িতা-আব্দুল গাফফার চৌধুরী।
- ‘হাম্মুরাবি’ হচ্ছে- ব্যাবিলনের রাজা।
- ‘সতীদাহ প্রথা’ বিলোপ সাধন করেন-লর্ড বেন্টিক।
- ‘স্বত্ত¡বিলোপ নীতি’ প্রবর্তন করেন-লর্ড ডালহৌসী।
- গৌড়েশ্বর উপাধি ছিল-লক্ষণ সেনের।
- বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল-ভবের পাড়া। বৈধ্যনাথতলা।
- সুলতান মাহমুদের সভার নামকরা দার্শনিক ও জ্যোর্তিবিদ ছিলেন-আল বেরুনী।
- ওলন্দাজরা পরিচিত-ডাচ নামে।
- পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক-ওয়ারেন হেস্টিংস।
- ব্রিটিশ ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়-১৮৭৩ সালে।
- প্রাচীন বাংলাদেশ জনপদে বিভক্ত ছিল-৬টি।
- কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে- বিজয় সেনের।
- ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন-শের শাহ।
- সম্রাট :আকবর বাংলা জয় করেন-১৫৭৬ সালে।
- জালালউদ্দীন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহন করেন-যদু সেন।
- কোন সুলতান ‘শাহ-ই-বাঙ্গালী’ উপাধি ধারন করেন-ইলিয়াস শাহ।
- ‘ম্যাগনাকার্টা’ হচ্ছে-বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল।
- সম্রাট আকবর বাংলা জয় করেন-১৫৭৬ সালে।
- ইসলামের ইতিহাসে ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-মদীনা সনদকে।
- কাশ্মীরের আকবর বলা হয়-জয়নুল আবেদীন।
- ভারতের প্রথম মুসলিম রাজ্য স্থাপিত হয়-সিন্ধু ও মুলতানে।
- বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন-মীর জুমলা।
- খিলাফত আন্দোলন হয় সংগঠিত হয়-১৯২০ সালে।
- ভারতবর্ষ আক্রমনকারী প্রথম ইউরোপীয় – আলেকজান্ডার দি গ্রেট।
- চীন পরিভ্রমনকারী প্রথম ইউরোপীয়-মার্কো পোলো।
- ভারতবর্ষ পরিভ্রমনকারী প্রথম চীনা পরিব্রাজক-ফা-হিয়েন সাঙ।
- ফিলিপাইন তথা এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট-কোরাজন একুইনো।
- আমেরিকার প্রথম প্রেসিডেন্ট-জর্জ ওয়াশিংটন।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী-শ্রীমাভো বন্দরনায়েকে।
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট-ইসাবেলা পেরন।
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী-বেনজির ভুট্রো।
- চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট-সান-ইয়াৎ-সেন।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান-মাও-সে-তুং।
- মহাশূন্যের প্রথম মানুষ-ইউরি গ্যাগারিন (রাশিয়া)
- চাঁদের পিঠে প্রথম পদাচরনকারী-নীল আমস্ট্রং (আমেরিকা)
- নোবেল বিজয়ী প্রথম বাঙ্গালী-রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত)
- সর্বপ্রথম লোহা (Iron) আবিস্কৃত হয়-এশিয়া মাইনরে।
- হোমার ছিলেন-গ্রীসের মহাকবি।
- জুলিয়াস-সীজার ছিলেন-রোমান সম্রাট।
- গ্রীক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমন করেন-খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে।
- ইতিহাসের জনক হলেন-হেরোডোটাস।
- হেরোডোটাস এর জন্ম-গ্রীসে।
- বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয়-খ্রিষ্টপূর্ব ৫,০০০ অব্দে।
- প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল-নীল নদের তীরে।
- কনফুসিয়াস ছিলেন-চীনের দার্শনিক।
- সক্রেটিস ছিলেন-গ্রীক দার্শনিক।
- সক্রেটিস এর ছাত্র ছিলেন-প্লেটো।
- বাংলার প্রথম স্বাধীন নরপতি-শশাংক।
- শশাংকের রাজধানী ছিল-কর্ণসুবর্ণ।
- পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা-গোপাল।
- বাংলার সর্বশেষ হিন্দু রাজা-লক্ষণ সেন।
- প্রাচীন মিশরে নগর সভ্যতা গড়ে উঠেছিল -খ্রিষ্টপূর্ব ৫, ০০০ অব্দে।
- সিন্ধু সভ্যতা আবিস্কৃত হয়-১৯২২ সালে।
- সিন্ধু সভ্যতা গড়ে উঠে-খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে।
- সপ্তসিন্ধু-৭টি নদীর নাম।
- সিন্ধুসভ্যতার স্রষ্টা-দ্রাবিড় ও আর্য জাতি।
- বাংলায় বার ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন-ঈশা খাঁ।
- বখিতয়ার খিলজি বাংলা বিজয় করেন-১২০৪ খ্রি:।
- মুসলমানগণ সিন্ধু আক্রমণ করেন-৭১২ খ্রি:।
- সিন্ধুদেশ আক্রমনে নেতৃত্ব দেন-মুহাম্মদ-বিন-কাসিম।
- ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন-মুহাম্মদ ঘুরী।
- গিয়াস উদ্দীন তুঘলকের মৃত্যুর পর দিলরী সিংহাসনে আরোহন করেন-মুহাম্মদ-বিন-তুঘলক।
- মুঘল সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে-১৮৫৭খ্রি:।
- ‘ইষ্ট ইন্ডিয়া’ কোম্পানী গঠিত হয়-১৬০০ খ্রি:।
- প্রথম ‘ভার্সাই’ চুক্তি সংগঠিত হয়-১৭৮০ খ্রি:।
- দ্বিতীয় ‘ভার্সাই’ চুক্তি সংগঠিত হয়-১৯১৯ খ্রি:।
- ওয়াটার লু-যুদ্ধ সংগঠিত হয়-১৮১৫ খ্রি:।
- নবাব আলীবর্দী খানের পূর্ব নাম ছিল-মীর্জা মুহম্মদ আলী।
- হোমার ছিলেন-গ্রীসের মহাকবি।
- হরপ্পা ও মহেঞ্জোদারো অবস্থিত-সিন্ধু নদীর তীরে।
- কনফুসিয়াস-চীনের দার্শনিক।
- “দ্বি-জাতি তত্তে¡র” স্রষ্টা হলেন-মুহাম্মদ আলী জিন্নাহ (পাকিস্তানের জনক)।
- বখতিয়ার খলজী অধিবাসী ছিলেন-আফগানিস্তানের।
- ইবনে বতুতা ছিলেন-একজন পরিব্রাজক (মরক্কো)।
- বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়-ত্রয়োদশ শতকে।
- ইলিয়াশ শাহী বংশের উচ্ছেদ করেন-রাজা গণেশ।
- বাহমনি বংশের প্রতিষ্ঠাতা-আলাউদ্দিন বাহমন শাহ।
- প্রথম জীবনে আকবরের অভিভাবক ছিলেন-বৈরাম খাঁ।
- পর্তুগীজদের পর বাংলায় আগমন করেন-ওলন্দাজরা।
- বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা-রাজা শশাঙ্ক।
- সেন বংশের প্রতিষ্ঠাতা-হেমন্ত সেন
- বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে উলেখ আছে-আইন-ই-আকবরী নামক গ্রন্থে।
- পাল বংশীয় রাজারা ছিলেন-বৌদ্ধ ধর্মাবলম্বী।
- বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন-আলাউদ্দিন হোসেন শাহ।
- বিখ্যাত ষাটগম্বুজ মসজিদটির নির্মাতা-খান জাহান আলী।
- ১৯৫২ সালের ২১ শে ফেব্র“য়ারী তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন-খাজা নাজিমুদ্দীন।
- বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত স্থানটির নাম-বাংলাবান্দা।
- ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়-১৬১০ খ্রি:।
- প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে-শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামলে।
- ফরাসী বিপ্লব সংগঠিত হয় ১৭৮৯ খ্রি:।
- মজলুম জননেতা উপাধি-মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর।
- কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল- ইরাক
- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করে-১২০৪ খ্রি: (মাত্র ১৭ জন অশ্বারোহী নিয়ে।
- বখিতয়ার খলজী কোন স্থানে মৃত্যুবরণ করেন-দেবকোটে।
- সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ বাংলা শাসন করেন-১৩০১-১৩২২ খ্রি:।
- ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওয়ে স্বাধীনতা ঘোষণা করেন-১৩৩৮ খ্রি:।
- হযরত শাহজালাল ধর্ম প্রচারের জন্য সিলেটে আসেন- শামসুউদ্দিন ফিরোজ শাহ এর সময়।
- বাংলার সুলতানদের মধ্যে সর্বশেষ্ঠ সুলতান ছিলেন-আলাউদ্দিন হোসেন শাহ।
- সুলতান গিয়াস উদ্দীন আযম শাহ বাংলাদেশ শাসন করেন- ১৩৯৩-১৪১১ খ্রি:।
- নাসির উদ্দীনের মৃত্যুর পর পর্যন্ত বাংলার সিংহাসনে বসেন- রুকুনুদ্দীন শাহ।
- আলাউদ্দীন হোসেন শাহ বাংলায় রাজত্ব করেন-৪৫ বছর।
- মুঘল বংশের প্রতিষ্ঠাতা-জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
- পানি পথের প্রথম যুদ্ধ-বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে।
- পানি পথের তৃতীয় যুদ্ধ-আহমেদ শাহ আবদালী এবং মারাঠা শক্তির মধ্যে।
- ’গ্রান্ড ট্রাস্ক রোডের’ নির্মাতা-শেরশাহ।
- ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন-ইসলাম খান।
- বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন-সুবেদার ইসলাম খান।
- ‘দ্বীন-ই-এলাহী’ ধর্মের প্রচারক-সম্রাট আকবর।
- সর্বশেষ মোঘল সম্রাট ছিলেন-দ্বিতীয় বাহাদুর শাহ।
- মুর্শিদকুলি খানের মৃত্যুর পর বাংলা ও উড়িষ্যার সুবেদার নিযুক্ত হন-সুজাউদ্দীন মুহম্মদ খান।
- লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়-যুবরাজ মোহাম্মদ আযম এর আমলে।
- সম্রাট আকবরের মৃত্যু হয়-১৬০৫ সালে।
- শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন-১৬৬৪ সালে।
- প্রাক ইসলামী যুগে আরবে লোক বাস করত-৪ ধর্মাবলম্বী লোক।
- হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়-৬২৮ খ্রি:।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভাইস চ্যান্সেলর-স্যার এ. এফ রহমান।
- ফ্রান্সের বীর পুরুষ নেপোলিয়ানের পরাজয় স্থান-ওয়াটার লু (১৮১৫ সালে)।
- আর্যদের ধর্মগ্রন্থের নাম-বেদ।
- আর্য শব্দের অর্থ হচ্ছে-সৎ বংশজাত ব্যক্তি।
- আর্যদের সমাজের বিশ বলা হতো-কয়েকটি গ্রামের সমষ্টিকে।
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-চন্দ্রগুপ্ত মৌর্য।
- চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন-খ্রি: পূর্ব: ২৭৩ সনে।
- সম্রাট অশোক সিংহাসনে বসেন-খ্রি: পূর্ব: ২৭৩ সনে।
- সম্রাট অশোক কলিঙ্গ অভিযান শুরু করেন-খ্রি: পূর্ব: ২৬০ সনে।
- সম্রাট অশোক কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্মে গ্রহণ করেন।
- সম্রাট অশোক তার নিরানব্বই (৯৯) ভাই এর অধিকাংশকে হত্যা করে সিংহাসনে বসেন-তাই তাকে ‘চন্ডাশোক’ বলা হয়।
- সম্রাট অশোক এর প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম ‘বিশ্ব ধর্মে’ পরিণত হয়।
- বাংলার অশোক এর প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম ‘বিশ্ব ধর্মে’ পরিণত হয়।
- বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম-পাল বংশ।
- চানৈক্য বা কৌটিল্য ছিলেন-ভারত বর্ষের প্রথম সম্রাট মৌর্য বংশী চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মতান্তরে অর্থমন্ত্রী।
- বংশী চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মতান্তরে অর্থমন্ত্রী।
- ‘দ্বীন-ই-ইলাহী” ধর্মের প্রবর্তক-সম্রাট আকবর।
- শেরশাহ কোন বংশের শাসক ছিলেন-আফগান।
- চট্রগ্রামের নাম ‘ইসলামাবাদ’ রাখেন-শায়েস্তা খান।
- ‘সালমার উদ্যান’ নির্মাণ করেন-সম্রাট শাহজাহান
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয়-ইংরেজ ও মীর কাশিম এর মধ্যে ১৭৬৪ সালে।
- বর্গী নামে পরিচিত-মারাঠারা।
- পর্তুগীজরা বাংলায় আসে-১৫১৬ সালে।
- ফরাসিরা বাংলায় আসে-১৬৬৮ সালে।
- ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে-১৬০৮ সালে সুরাটে।
- সম্রাট আকবর দিলরী সিংহাসনে বলেন-১৩ বছর বয়সে।
- বাবর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-তুযক-ই-বাবর।
- ‘বর্গী’ নামে পরিচিত ছিল-মারাঠারা।
- সর্বপ্রথম সিপাহী বিপ্লব সুচিত হয়-বঙ্গদেশের ব্যারাকপুরে।
- আদালতে ফরাসী ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন লর্ড বেন্টিঙ্ক।
- ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল বাংলা-১১৭৬ সালে।
- ‘সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ’ নীতির প্রবর্তক-লর্ড ডালহৌসী।
- রানী এলিজাবেথ উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন-১৮৫৮ সালে।
- ‘দ্বৈত শাসন’ ব্যবস্থা বিলোপ করেন-ওয়ারেন হেস্টিংস।
- বঙ্গভঙ্গ রদ করেন-লর্ড হার্ডিঞ্জ।
- বঙ্গভঙ্গ হয় ইংরেজ শাসক লর্ড কার্জনের আমলে।
- ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাকেন-ইসলাম খান।
- ‘অমৃতসর স্বর্ণমন্দির’ নির্মাণ করেন-আকবর।
- বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন-হুমায়ুন।
- উপমহাদেশে প্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন-ওয়ারন হেস্টিংস।
- উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন-লর্ড ক্যানিং।
- মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন-সম্রাট আকবর।
- ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি ব্যবহার করেন-মীর জুমলা।
- ‘জিজিয়াকর ও তীর্থকর’ রহিত করেন-সম্রাট আকবর।
- Prince of Builders’ উপাধি লাভ করেন-সম্রাট শাহজাহান।
- সম্রাট শাহজাহান এর শাসন আমল কে বলা হয়-স্বর্ণযুগ।
- “ময়ুর সিংহাসন” নির্মাণ করেন-সম্রাট শাহজাহান।
- ভারত বর্ষে ‘দাম’ মুদ্রার প্রচলন করেন-শেরশাহ।
- বাংলার প্রথম স্বাধীন সুলতান-ফখরুদ্দীন মোবারক শাহ।
- সর্বশেষ মুগল সম্রাট-দ্বিতীয় বাহাদুর শাহ।
- বিরান বিবি-নবাব শায়েস্তা খানের বোন।
- বাংলার আকবর বলা হয়-আলা উদ্দিন হোসেন শাহকে।
- উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেন-ফরাসীরা।
- ইতিহাসে ‘পার্বত্য মুষিক’ নামে পরিচিত-শিবাজীরা।
- বৃটিশ পার্লামেন্টে রেগুলেটিং এ্যাক্ট পাস হয়-১৭৮৪ সালে।
- ভারতীয় নেপোলিয়ন বলা হয়-সমুদ্রগুপ্ত কে।
- ১৮৫৭ সালের স্বাধীনতা শুরু হয়-মিরাট থেকে।
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-চীনে।
- মেসিডোনিয়ার নামের সাথে স্মৃতি জড়িত-আকেজান্ডারের।
Download From Google Drive
Download
0 Comments