৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

 


বাংলাদেশ বিষয়াবলী

১। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২। আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়েছিল কত সালে?

উত্তর:১৯৬৬ সালে।

৩।  বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর:১৯৭৪ সালে।

৪। ‘একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত গানটির সুরকার কে?

উত্তর: আলতাফ মাহমুদ।

৫। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর:১৯২২ সালের ৬ জানুয়ারি।

৬। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে?

উত্তর:১৯৯১সালে।

৭। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর:১৩৬ তম।

৮।  ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড কার্জন।

৯। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন ছিলেন কারা?

উত্তর: পর্তুগিজরা।

১০। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

১১। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

উত্তর: একটি কালো মেয়ের কথা।

১২। ‘কালো বরফ’ উপন্যাসের বিষয়-

উত্তর: দেশভাগ।

১৩। ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?

উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।

১৪। জীবনস্মৃতি কার রচনা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

১৫। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

১৬। জসীমউদ্দীনের রচনা-

উত্তর: যাদের দেখেছি।

১৭। ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন –

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

১৮। ‘আগুনপাখি’- উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর: হাসান আজিজুল হক।

১৯। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?

উত্তর:১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ।

২০। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

উত্তর: সোভিয়েত ইউনিয়ন।

২১। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর: পঞ্চম তফসিল।

২২। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।

২৩। বাংলাদেশে  সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?

উত্তর: ফরিদপুর।

২৪। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-

উত্তর:২ কোটি ১১ লক্ষ একর।

২৫। ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?

উত্তর: ময়মনসিংহ।

২৬। ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?

উত্তর: $১,৭৫২ মার্কিন ডলার।

২৭। Inclusive Development Index (IDI)- এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?

উত্তর: দ্বিতীয় স্থান।

২৮। ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?

উত্তর:$৪১ বিলিয়ন মার্কিন ডলার।

২৯। Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-

উত্তর: যুক্তরাষ্ট্রের।

৩০। ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?

উত্তর: ৩৩.৬৬%

৩১। ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-

উত্তর: সাড়ে ৪ হাজার কোটি টাকা।

৩২। সংবিধানের কোন সংশোধনীকে ‘First distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?

উত্তর: ৫ম  সংশোধনী।

৩৩। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

উত্তর: সপ্তম।

৩৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।

৩৫। সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?

উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে।

৩৬। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?

উত্তর: ৩৫ জন।

৩৭। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?

উত্তর: মানবাধিকার।

৩৮। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-

উত্তর: ৭ মার্চ, ১৯৭৩।

৩৯। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-

উত্তর: ১৩ হাজার ১৩৬ টি।

৪০। ‘Let there be light ‘- বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-

উত্তর: জহির রায়হান।

৪১। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি?

উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ, আধা- চিরহরিৎ জাতীয়।

৪২। বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?

উত্তর:১৯৮৮।

৪৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: নয়া দিল্লি।

৪৪। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?

উত্তর: কৃষি খাত।

৪৫। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম-

উত্তর: জলোচ্ছ্বাসজনিত বন্যা।

৪৬। বাংলাদেশে অবস্থিত সংস্থাটির সচিবালয়-

উত্তর: BIMSTEC.

৪৭। OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

উত্তর: ২য় শীর্ষ সম্মেলন।

৪৮। বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?

উত্তর:১৯৭২ সালের ১০ অক্টোবর।

৪৯। ঐতিহাসিক ‘ছয় দফা দাবিতে’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-

উত্তর: বিচার ব্যবস্থা।

৫০। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?

উত্তর: পুন্ড্র।

৫১। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: সন্তোষে।

৫২।  অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

উত্তর: অশোক।

৫৩।  বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?

উত্তর: রাজা পঞ্চম জর্জ

৫৪।  পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

উত্তর:২২ ফেব্রুয়ারি,১৯৭৪।

৫৫। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

উত্তর: বান্দরবান।

৫৬।  বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

উত্তর:৫টি।

৫৭।  বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?

উত্তর:৭ মার্চ,১৯৭৩।

৫৮।  বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৫৯। ‘মাৎস্যন্যায়’বাংলার কোন সময়কাল নির্দেশ করে?

উত্তর:৭ম -৮ম শতক।

৬০। বাংলার কোন সুলতানের শাসনামলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?

উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।

৬১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?

উত্তর: ন‌ওয়াব স্যার সলিমুল্লাহ।

৬২। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: খাজা নাজিম উদ্দীন।

৬৩। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?

উত্তর: খাগড়াছড়ি জেলায়।

৬৪। বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?

উত্তর: কেশব সেন।

৬৫। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?

উত্তর: এপ্রিল ১১,১৯৭১।

৬৬। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?

উত্তর: অনুচ্ছেদ ৭(b)।

৬৭। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল?

উত্তর: তত্ত্বাবধায়ক সরকার।

৬৮। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

উত্তর:৪র্থ তফসিল।

৬৯। কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?

উত্তর: গারো।

৭০। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়?

উত্তর: IMF এর bailout package- এর মাধ্যমে।

৭১। ঢাকা শহরের গোড়াপত্তন হয়-

উত্তর: মুঘল আমলে।

৭২। স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?

উত্তর: জাভেদ করিম।

৭৩। বীরশ্রেষ্ঠ নন-

উত্তর: মুন্সি আব্দুর রহিম।

৭৪। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?

উত্তর:২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪।

৭৫। সংবিধানের কোন অনুচ্ছেদের  আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?

উত্তর: অনুচ্ছেদ ২৫।

৭৬। বাংলাদেশের সর্বদক্ষিনে অবস্থিত-

উত্তর: সেন্টমার্টিন।

৭৭। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?

উত্তর: সিপাহী হামিদুর রহমান।

৭৮। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

উত্তর: সিয়েরা লিওন।

collected

Download From Google Drive

Download

Post a Comment

0 Comments