ন্যাশনাল পলিমার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 ন্যাশনাল পলিমার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ ন্যাশনাল পলিমার গ্রুপে নতুন নিয়োগ সার্কুলার 2023 প্রকাশ হয়েছে। ইউপিভিসি পাইপ, দরজা, ট্যাংক, ফিটিংস ও গৃহস্থলী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপের টঙ্গী ফ্যাক্টরীর জন্য নিম্নে বর্ণিত পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ/অদক্ষ (পুরুষ) লোক নিয়োগ করা হইবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিন্যাশনাল পলিমার গ্রুপ
সাইটhttps://www.nationalpolymer.net
শূণ্যপদসেলস অফিসার
পদের সংখ্যানির্ধারিত নয়
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/ডিগ্রি
উপস্থিতির তারিখ০৩-০৭ মার্চ, ২০২৩ ইং



 

ন্যাশনাল পলিমার গ্রুপ নিয়োগ ২০২৩

আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা ৪ কপি রঙ্গীন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কপোর্রেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিসহ আগামী ৩-৭ মার্চ ২০২৩ ইং তারিখের মধ্যে প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ১০ঃ৩০ টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।



Post a Comment

0 Comments