ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, নিয়োগ জেলা পর্যায়ে
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : রিজিওনাল হেড, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। তবে একাডেমিক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট, কমার্শিয়াল, রিটেইল, ব্যাংকিং এক্সপ্রোজার বিষয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। বগুড়া, যশোর, খুলনা ও রাজশাহী জেলার কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
Company Information
BRAC Bank Limited Business : BRAC Bank is one of the top sustainable banks in Bangladesh. Established with a view to financial inclusion, BRAC Bank is the pioneer of SME Banking in Bangladesh, delivering a full array of banking services to individuals and business entities. Its strong financials, along with the best credit rating from the top global and local rating agencies and numerous recognitions, speak of the bank`s aspiration towards becoming the best bank in the country.
0 Comments