১৭ পদে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
চিকিৎসক, মনোবিজ্ঞানী, থেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্টসহ ১৭টি পদে সর্বমোট ৯২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির আওতায় অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (এইচএসএম) কর্তৃক পৃথক বিজ্ঞপ্তিতে এ জনবল নিয়োগের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে ২ মার্চ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।
পদগুলো হলো-
১. সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশুস্বাস্থ্য), একজন
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস এবং শিশুস্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্যে ৫৬ হাজার ৫২৫ টাকা (গ্রেড-৬)
২. ট্রেনিং কো-অর্ডিনেটর, একজন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি, কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্যে ৩৫ হাজার ৬০০ টাকা (গ্রেড-৯)
৩. শিশুস্বাস্থ্য চিকিৎসক, ২২ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস এবং শিশুরোগে উচ্চতর ডিগ্রিধারী।
বেতন: সাকুল্যে ৩২ হাজার ৩০০ টাকা (গ্রেড-৯)
৪. শিশু মনোবিজ্ঞানী, ৩ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে সম্মানসহ স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্যে ৩২ হাজার ৩০০ টাকা (গ্রেড-৯)
৫. ডেভেলপমেন্ট থেরাপিস্ট, ১৬ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা গার্হস্থ্য অর্থনীতির শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং নিউরোডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ায় তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্যে ৩২ হাজার ৩০০ টাকা (গ্রেড-৯)
৬. সার্ভিল্যান্স মেডিকেল অফিসার (এমঅ্যান্ডই), ১২ জন
যোগ্যতা: এমবিবিএস। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সাকুল্যে ৩৫ হাজার ৬০০ টাকা (গ্রেড-৯)
৭. কোয়ালিটি অফিসার, ২ জন
যোগ্যতা: এমবিবিএস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সাকুল্যে ৩৫ হাজার ৬০০ টাকা (গ্রেড-৯)
৮. রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি), ৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সাকুল্যে ৩৫ হাজার ৬০০ টাকা (গ্রেড-৯)
৯. হিসাবরক্ষক, ২টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমমানসহ কম্পিউটার সার্টিফিকেট।
বেতন ও গ্রেড: সাকুল্যে ১৮ হাজার ৩০০ টাকা (গ্রেড-১৪)
১০. হিসাবরক্ষক (শিশু বিকাশ কেন্দ্র), ১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিকম, বিবিএ বা বিবিএসসহ বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বেতন ও গ্রেড: সাকুল্যে ১৯ হাজার ৭৮০ টাকা (গ্রেড-১২)
১১. অফিস ম্যানেজার, ১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমান পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও গ্রেড: সাকুল্যে ১৮ হাজার ২০০ টাকা (গ্রেড-১৩)
১২. অফিস ম্যানেজার/কম্পিউটার অপারেটর, ২১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসিসহ কম্পিউটার সার্টিফিকেট ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বেতন: সাকুল্যে ১৬ হাজার ২৫০ টাকা (গ্রেড-১৫)
১৩. মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)/(ইপিআই টেকনিশিয়ান), ১ জন
যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ইপিআই) বা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ইপিআই)।
বেতন: সাকুল্যে ২০ হাজার ৪৫০ টাকা (গ্রেড-১১)
১৪. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)/(ল্যাবরেটরি টেকনিশিয়ান), ২ জন
যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব) বা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব)। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সাকুল্যে ২০ হাজার ৪৫০ টাকা (গ্রেড-১১)।
১৫. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি/রেডিওগ্রাফার), ১ জন
যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফি) বা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফি)।
বেতন ও গ্রেড: সাকুল্যে ২০ হাজার ৪৫০ টাকা (গ্রেড-১১)
১৬. জুনিয়র মেকানিক, ১ জন
যোগ্যতা: এইচএসসি পাস। মেকানিক বিষয়ে ট্রেড কোর্স পাস।
বেতন ও গ্রেড: সাকুল্যে ২০ হাজার ৪৫০ টাকা (গ্রেড-১১)
১৭. প্রধান সহকারী, ১ জন
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি।
বেতন: সাকুল্যে ১৮ হাজার ২০০ টাকা (গ্রেড-১৩)
বয়স নির্ধারণ: আবেদনকারীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে https://hsm.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আবেদন ফি ৫০০ টাকা।
0 Comments